প্রতিষ্ঠার ২০ বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার এফডিসিরি ৮ নং ফ্লোরে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফিল্ম ক্লাব। শাকিব-অপু শ্রেষ্ঠ জুটির পুরষ্কার নিতে অপু বিশ্বাস অনুষ্ঠানে হাজির থাকলেও ছিলেন না শাকিব খান। তাই শাকিবের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী অপু বিশ্বাস।
পুরস্কার নিতে মঞ্চে এসে অপু বিশ্বাস তার সংক্ষিপ্ত বক্তব্যে শাকিব খানের প্রশংসা করে বলেন, ‘শাকিব খান বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে আমার প্রায় প্রতিটি ছবিই দর্শক ভালোবেসে গ্রহণ করেছে। শ্রেষ্ঠ জুটি হিসেবে আমাদের সম্মাণিত করায় আমি ফিল্ম ক্লাবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
‘আমি আমার নিজের জন্য, শাকিব খানের জন্য এবং আমাদের সন্তান জয়ের জন্য সবার কাছে দোয়া চাইছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন ভালো থাকি’- এভাবেই বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
বাংলা চলচ্চিত্রের অন্ধকার যুগ-পরবর্তী সময়ে শাকিব-অপু জুটি দেশীয় চলচ্চিত্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। এ সময়ে তাদের করা ৭৩টি ছবির বেশির ভাগই ‘হিট’ তকমাও পায়। আর এই কারণে শাকিব-অপুকে বিশেষ সম্মাননা দিয়েছে ক্লাবটি।