web stats মামাদের সাথে খুনসুটিতে মেতে উঠেছে কারিনাপুত্র

মঙ্গলবার, ১১ মে ২০২১, ২৮ বৈশাখ ১৪২৮

মামাদের সাথে খুনসুটিতে মেতে উঠেছে কারিনাপুত্র

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে যে কয়জনের প্রশংসা না করলে নয় তাদের মধ্যে অন্যতম হলেন কারিনা কাপুর। তিনি ক্যরিয়ারে যেমন সফল তেমনি ব্যক্তিগত জীবনেও। তিনি বিয়ে করেছেন অভিনেতা সাইফ আলি খানকে।

বিয়ে পর তাদের কোলজুড়ে আসে পুত্র তৈমুর। জনপ্রিয় এই অভিনেত্রীকে প্রায় দেখা যায় ইন্সট্রগ্রামে ছবি পোস্ট করতে। গতকাল দেখা গেছে পারিবারিক দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ family launch’।

একটি ছবিতে দেখা যাচ্ছে অভিনেতা রণবীর কাপুর তৈমুরকে কোলে নিয়ে পরম যত্নে আদর করছেন। হঠাৎ মামা আর ভাগ্নেকে এক সাথে দেখে ভক্তরা চমকে গিয়ে কমেন্ট করতে থাকে। এক ভক্ত লিখেছেন, ‘অনেক কিউট’। আরেক ভক্ত তৈমুরকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আগামীর সুপারস্টার আসছে’। এবার দেখে নেই তৈমুরের আবেগমাখা কিছু ছবি।

রণবীরের কোলে তৈমুর।

সানগ্লাসে হিরো স্টাইলে তৈমুর।

মামাদের সাথে খুনসুটিতে মেতে উঠেছে তৈমুর।

পরিবারের সাথে তৈমুর।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com