web stats বিশ্বের প্রথম রোবট সংবাদ পাঠিকা (ভিডিও)

রবিবার, ৯ আগস্ট ২০২০, ২৫ শ্রাবণ ১৪২৭

বিশ্বের প্রথম রোবট সংবাদ পাঠিকা (ভিডিও)

গোলাপি টপ, কানে ছোট্ট দুল। যত্নে কাটা ঘাড় অব্দি মসৃণ চুল। অবিকল আর পাঁচটা সংবাদ চ্যানেলের সংবাদপাঠিকার মতোই চেহারা। কিন্তু মানুষের মতো দেখতে হলেও মানুষ তো নয়! খবর পড়ছে রোবট।

চিনের সিনহুয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থার হয়ে সংবাদপাঠের নজির গড়ল এই প্রথম মহিলা রোবট সংবাদ পাঠিকা।
আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে হুবহু মানুষের মতো খবর পড়ছে রোবট।

রোববার এই সংস্থা বেইজিংয়ের বার্ষিক সংসদ অধিবেশনতে অংশগ্রহণকারীদের প্রতিনিধিদের সম্পর্কে একটি সংবাদ উপস্থাপন করে। মানুষের মতোই তার মুখের অভিব্যক্তি এবং সংবাদ পাঠিকার মতোই নির্দিষ্ট পদ্ধতি অনুকরণ করে সংবাদ পাঠ করেছে বিশ্বের প্রথম এ নারী রোবট সঞ্চালিকা।

এনডিটিভি জানায়, রোবটটির নাম জিন জিয়াওমেং। কৃত্রিম সংবাদ পাঠিকা হিসেবে এটি ছিল দ্বিতীয় রোবট সঞ্চালক। জিন জিয়াওমেংয়ের আগে তৈরি করা হয়েছিল কিউ মেংকে।

মানুষের মতোই দেখতে এই দুই রোবটই নির্মাণ করে সিনহুয়া এবং কারিগরি সংস্থা সুগুও ইনকর্পোরেটেড।

গত বছর নভেম্বর মাসে প্রথম আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে খবর পড়াও ঘটনা সামনে এসেছিল চীনে। সেই সময় শিউ হাও মানে একটি রোবট আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে খবর পড়েছিল। ইতিমধ্যেই ১০,০০০ মিনিটের বেশি সময় খবর পড়েছে শিন হাও।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com