web stats বিশ্বের মধ্যে সবচেয়ে লম্বা দম্পতি

শুক্রবার, ৩০ জুলাই ২০২১, ১৫ শ্রাবণ ১৪২৮

বিশ্বের মধ্যে সবচেয়ে লম্বা দম্পতি

আপনি হয়তো বিশ্বের সব চেয়ে লম্বা পুরুষ বা মহিলার খবর জানেন। কিন্তু বিশ্বের সবচেয়ে লম্বা দম্পতির বিষয়ে জানেন কি? চীনের সান মিং ও জু ইয়ান হচ্ছেন বিশ্বের সবচেয়ে লম্বা দম্পতি। তারা গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডস বুকে স্থান করে নিয়েছেন।

সান মিং ও জু ইয়ান দম্পতির একত্রে উচ্চতা ১৩ ফিট ১০.৭২ ইঞ্চি (৪২৩.৪৭ সেন্টিমিটার)। এর মধ্যে ৩৩ বছর বয়সী সানের উচ্চতা ৭`৮.৯৮ ইঞ্চি (২৩৪.১৭ সেন্টিমিটার) ও তার স্ত্রী জু ইয়ানের (২৯) উচ্চতা ৬`১.৭৪ ইঞ্চি (১৮৭.৩ সেন্টিমিটার)। দু’জনই পেশায় অ্যাথলেট।

বাস্কেটবল প্লেয়ার হলেন সান। আর জু হচ্ছেন হ্যান্ডবল খেলোয়াড়। ২০০৯ সালে ন্যাশনাল গেমসে দেখা হয় দু’জনের। প্রথম পরিচয়েই একে অপরকে পছন্দ করে ফেলেন তারা। প্রেমপর্ব শেষে ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিশ্বের সবচেয়ে লম্বা দম্পতি।

এক সাক্ষাৎকারে এই দম্পতি জানান, আমরা যখন গাড়ি বা প্লেনে করে হোটেল রুমে পৌঁছাই তখন একটু সমস্যা হয়। আসলে দীর্ঘদিন ধরে এমন সমস্যা মোকাবেলা করে এখন অভ্যস্ত হয়ে গেছি।

গিনেজ রেকর্ডসে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে আগের রেকর্ডটি ভেঙে দিয়েছেন এই দম্পতি। আগের রেকর্ডটি ছিল ৪.৩৭ সেন্টিমিটার। সূত্র: ডেইলি মিরর

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com