web stats নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বলিউড অভিনেতা সালমান

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বলিউড অভিনেতা সালমান

বছর শেষে বলিউড অভিনেতা সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি বলিউড বক্স অফিসে কার্যত বাজিমাত করেছে।

ফোর্বসের খবর অনুযায়ী, হলমুক্তির পর ভারতে এ ছবির প্রথম দিনের আয় ৩৬ কোটি টাকা! আরব আমিরাতে আয় প্রায় সাত কোটি টাকা, অস্ট্রেলিয়ায় প্রায় দেড় কোটি এবং নিউজিল্যান্ডে ৩৯ লাখ টাকা।

নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন সালমান খান। ২০১৫ সালে তার ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির প্রথম দিনের আয় ছিল প্রায় ৩৫ কোটি টাকা।

ট্রেড অ্যানালিস্টদের মতে, ‘টাইগার’-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন এবং দর্শকদের উৎসাহ জানান দিচ্ছে খুব শিগগির ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে ‘টাইগার জিন্দা হ্যায়’।

অ্যানালিস্টদের ধারণা, এ ধারাবাহিকতা বজায় থাকলে এ বছরের সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় শীর্ষস্থানেও চলে যেতে পারে ছবিটি।

এর আগে টাইগার জিন্দা হ্যায়ের ট্রেলার ইউটিউবে ‘বাহুবলী টু’র রেকর্ড ভেঙে দিয়েছিল।

উল্লেখ্য, ২০১২-এর ব্যবসা সফল ছবি ‘এক থা টাইগার’ এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির চিত্রনাট্য ২০১৫-এ ইরাকে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।
ইরাকে অপহৃত ২৫ ভারতীয় নার্সকে উদ্ধারের অ্যাকশন ও টান টান উত্তেজনার ঘটনা দেখা যাবে এ ছবিতে।

ছবিটি প্রযোজনা করেছেন যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া। নিজের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। আগের ছবির মতো এ ছবিতেও দেখা যাবে সালমান-ক্যাটরিনার রোমান্স ক্যামিস্ট্রি।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com