web stats জেলেদের জালে ধরা পড়লো দেড় মণ ওজনের পোয়া মাছ, কত টাকায় বিক্রি হল?

শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ৩ আশ্বিন ১৪২৮

জেলেদের জালে ধরা পড়লো দেড় মণ ওজনের পোয়া মাছ, কত টাকায় বিক্রি হল?

টেকনাফ শাহপরীর দ্বীপে জেলেদের জালে ৫৭ কেজি ওজনের একটি বড় পোয়া মাছ আটকা পড়েছে। মাছটি স্থানীয় ব্যবসায়ীর কাছে ১ লক্ষ ৪৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

জানা যায়, টেকনাফ শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার বাসিন্দা মোঃ ইউনুছের মালিকানাধীন ইঞ্জিন চালিত একটি মাছ ধরার নৌকায় আজ শনিবার সকালে বঙ্গোপসাগরের মাছ ধরতে যায় কিছু জেলে। নৌকার জেলেরা সাগরের অনতিদূরে জাল ফেলে, দুপুরে জাল টানার এক ফাঁকে তারা ছোট বড় মাছের সাথে একটি বড় আকারের পোয়া মাছ আটকা পড়তে দেখে মাছটি নৌকায় তুলে নেয়। পরে পশ্চিম পাড়া খালের ভাঙ্গার মাথায় মাছটি তোলা হলে অসংখ্য ক্রেতা দরদাম করার পর সাবরাং নোয়াপাড়ার ফিরোজ আহমদ নামে একজন মাছ ব্যবসায়ী ১ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যে মাছটি ক্রয় করেন।

এ ব্যাপারে নৌকার মালিক মোঃ ইউনুছ জানিয়েছেন, শনিবার সকালে নৌকার মাঝি বাদলের নেতৃত্বে জেলে আব্দুর রশিদ, রাহমত, রহিম ও বদাইয়া সহ ২৪ জনের একটি জেলে দল প্রতিদিনের মতো সাগরে জাল ভাসাতে যায়, এসময় জালে একটি বড় পোয়া মাছ আটকা পড়ে। তবে এত বড় মাছ সহসা জালে আটকা পড়েনা। জেলেরা আমার সাথে আলাপ করে মাছটি উপযুক্ত মূল্যে বিক্রি করেছে।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com