web stats কুকুরকে তাড়িয়ে এলাকা ছাড়া করল মোরগ! দেখুন ভিডিও সহ

রবিবার, ২০ জুন ২০২১, ৬ আষাঢ় ১৪২৮

কুকুরকে তাড়িয়ে এলাকা ছাড়া করল মোরগ! দেখুন ভিডিও সহ

মোরগ লড়াইয়ের কথা তো প্রায় সবাই শুনেছেন, দেখার সুযোগ হয়ত কারো কারো হয়েছে। কিন্তু কুকুর-মোরগের লড়াই? সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মোরগ ও কুকুরের লড়াইয়ের এ ভিডিও নিয়ে চলছে জোর আলোচনা।

ভিডিওতে দেখা যায়, শুরুতে বাড়ির উঠানে একটি মোরগকে আক্রমণ করে বসে কুকুর। তাতে ভয় না পেয়ে উল্টো তেড়ে আসে মোরগটি। চলে লড়াই। থামার কোনো নাম নেই মোরগের। কিন্তু লড়াই করে ক্লান্ত হয়ে পড়ে কুকুরটি, এক পর্যায়ে থেমে যায়। কিন্তু মোরগটি ফোসতে থাকে।

https://youtu.be/acv3dgUmthg

তেড়ে আসে কুকুরটিকে। কোনো উপায় নাই দেখে কুকুরটিও আবার লড়তে থাকে। কিন্তু তা বেশিক্ষণ নয়। মোরগের সাথে পেরে না উঠে দেয় দৌঁড়। আর মোরগ তো নাছড়বান্দা! পিছু নেয় কুকুরের। তাড়িয়ে এলাকা ছাড়া করে কুকুরটিকে!

ভিডিওটি দেখার পর অনেকে মোরগটির প্রশংসা করেছেন। বলেছেন, ফলের আশা না করে এ মোরগের কাছ থেকে মানুষ লড়াই শেখুক। তবে ভিডিওটি কে করেছেন বা কোথায় করা হয়েছে, সে বিষয়ে জানা যায়নি কিছুই।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com