কিছুদিন আগেই বাংলাদেশ দলের কোচ থেকে পদত্যাগ করেন হাথুরেসিংহে। আর এখন সে আসছেন বাংলাদেশের প্রতিপক্ষের কোচ হিসেবে। আর সেটা ত্রিদেশীয় সিরিজেই। আর সেই সিরিজে শ্রীলঙ্কা হাথুরেসিংহকে নিয়ে আসলেও বাংলাদেশ তাদের সিরিজ শুরু করতে যাচ্ছে কোচ ছাড়াই। তবে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগেই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করলেন হাথুরেসিংহে।
হাথুরেসিংহে বলেন ,’ আমরা হয়তো আসন্ন সফরটা (বাংলাদেশ) জিতেই যাচ্ছি। কিন্তু এটাও মনে রাখতে হবে, সামনে আমাদের আরও অনেকচ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বড় লক্ষ্য থাকাটাও আবশ্যক। এটা তো সামান্য একটা ত্রিদেশীয় সিরিজ। এটা জিতেই আমাদের খুশী হওয়া উচিত হবে না। ‘
এই কথার মাধ্যমেই হাথুরে মাঠে নামার আগেই শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন দল বানিয়ে দিলেন। আর সেইখানে ত্রিদেশীয় সিরিজকেও ধরলেন ছোট লক্ষ্য হিসেবেই। আর সেটার মাধ্যমেই হয়তোবা হাথুরে নিজের জিদটাকেই উপরে দিলেন।