web stats 'আমার কামনা' শেখ শাম্মী সকাল!

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০, ১৭ চৈত্র ১৪২৬

‘আমার কামনা’ শেখ শাম্মী সকাল!

আমার কামনা আমি তোমার বিশ্বাস চাই-
ভালোবাসতে চাই তোমায়
আমি আদর,সোহাগ,যত্ন দিয়ে-
বুকের মাঝে লালন করতে চাই তোমায়।

হৃদয়ে ধারণ করতে চাই তোমার প্রতিচ্ছবি ;
অনাবিল সুখ,আনন্দ দিতে চাই,
সিন্ধু ভরা প্রেমের জোয়ারে ভাসাতে চাই
সকল প্রাপ্তি দিয়ে আত্নার তৃপ্তি দিতে চাই;

তোমার মনের ফুল বাগিচায় ফুল হতে চাই
কোকিল হতে চাই তোমার প্রতিটি বসন্তের
চাঁদ হতে চাই তোমার জোসনাময় আকাশের
সুগন্ধি হতে চাই তোমার চারিপাশের বাতাসের-

সপ্ন হতে চাই তোমার ঘুমময় চোখের
গান হতে চাই তোমার হৃদয় সুরের মাঝের
সঙ্গী হতে চাই তোমার চলার পথের
সমাপ্তি হতে চাই তোমার জীবনের।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com