আগেই জানা গিয়েছে, নায়ক হিসেবে পর্দায় অভিষেক হচ্ছে প্রযোজক আব্দুল আজিজের। ছবিতে থাকবেন দুই বাংলার জনপ্রিয় দুই নায়ক।
মাসখানেক আগেই আনুষ্ঠানিকভাবে ফেসবুক লাইভে খবরটি প্রকাশ করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার। তখন অবশ্য নায়িকা কে থাকছেন জানা যায় নি। এবার পাওয়া গেল আজিজের নায়িকাকে।
এত নায়কের ভিড়ে ছবিটির নায়িকা হচ্ছেন কে? জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার বলেন, ‘আঁধার থেকে আঁধার’ সিনেমায় নায়িকা হিসেবে থাকবেন পরী মনি। ছবিটির প্রি প্রোডাকশনের কাজ শেষ, পরীর শিডিউল পেলেই শুরু হবে শুটিং।
অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনাও করবেন আব্দুল আজিজ। একটি মেয়ের নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সংগ্রামই হবে সিনেমার মূল গল্প। ‘আঁধার থেকে আঁধারে’ শিরোনামে সেই ছবিতে আরো থাকবেন সিয়াম আহমেদ।
এছাড়াও ছবিতে আরো দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও জিৎকে।