নির্বাচন নিয়ে দেশ গরম থাকলেও সারাদেশে বইছে শৈত্যপ্রবাহ। রবিবার (৩০ ডিসেম্বর) ভোটের দিনেও সারাদেশে শৈত্য প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
উত্তরের হিমেল বাতাসের সঙ্গে রাতভর ঝরতে থাকা কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। প্রতিদিন সকাল আটটার মধ্যেই সূর্যের মুখ দেখা গেলেও সারা দিনই কনকনে শীত অনুভূত হচ্ছে।
রাজশাহী, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় ঘনকুয়াশা আর শীতে বিপর্যস্ত জনজীবন। আগামী দু’দিন সারা দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. সামিউজ্জামান জানান, আজ তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাতভর হিমেল বাতাস থাকায় তাপমাত্রা কমে যাচ্ছে বলে তিনি জানান।
দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে চরম বিপাকে নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকে।