১। অভিমান কখনো মনে পুষে রাখবেন না,
প্রকাশ করে ফেলুন নয়তো ভুলে যান। কারণ,
ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান থেকেই বৃহৎ দূরত্বের সৃষ্টি হয়।
২। কিছু মানুষ তোমায় মূল্য দেবে না, তাই
বলে তুমি নিজেকে কখনো মূল্যহীন মনে করো না।
৩। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। সব
হারিয়ে ফেলা মানুষও একটা স্বপ্নকে আকড়ে ধরে
বেঁচে থাকে। তাই কখনো স্বপ্ন হারা হবেন না।
৪। কাউকে দুঃখ দিবেন না মানুষের
নিঃশ্বাসের বিশ্বাস নেই হতে পারে তার কাছে
ক্ষমা চাওয়ার সময়টুকু নাও পেতে পারেন।
৫। মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে
কাঁদানো অনেক ভালো। এতে সে সাময়িক কষ্ট
পেলেও তোমার প্রতি তার বিশ্বাস অটুট থাকবে।
৬। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার
সুন্দর জীবন নষ্ট করো না। কারণ, পৃথিবীতে
সুন্দর মানুষের অভাব নেই। কিন্তু সুন্দর মনের অভাব।
৭। জীবনে একটা কথা মনে রেখো। কারো
চোখের স্বপ্ন নষ্ট করে, কোনোদিনও নিজের
স্বপ্ন সাজানো যায় না।
৮। যখন তোমরা ৩ জন থাকো তখন ২ জন
চুপি চুপি কথা বলবে না।
তাহলে অন্য জনের মনে কষ্ট আসবে