web stats সব সিনেমা শাকিব খানের সঙ্গেই কেন? উত্তরে যা বললেন বুবলি

মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭

সব সিনেমা শাকিব খানের সঙ্গেই কেন? উত্তরে যা বললেন বুবলি

চিত্রনায়িকা শবনম বুবলি, যিনি চলচিত্রে নেমেই সবচেয়ে আলোচিত হয়েছেন । শুধু তাই নয়, বাংলাদেশ চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে গুগলে বাংলাদেশে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই নয়িকাকে।

কিন্তু তার চেয়ে বেশি আলোচিত হয়েছে ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানের সাথে ছবি করায়। কারন বুবলির প্রায় সব ছবিই শাকিব খানের সাথে। তাই ভক্তদের মনে একটাই প্রশ্ন, বুবলির সব ছবি কেন শাকিব খানের সঙ্গেই?সম্প্রতি সংবাদমাধ্যমেও এমন প্রশ্ন ঊঠলে উত্তর দেন বুবলি। তিনি বলেন,

“শাকিব খান আমাদের দেশের শীর্ষ নায়ক। তার সঙ্গে অভিষেক হয়েছে আমার। এটি আমার জন্য বড় একটা পাওয়া ছিল। সবাই চাইবে দেশের সেরা নায়কের সঙ্গে অভিনয় করতে। কারণ তার ছবি দর্শকরা গ্রহণ করেন। অতীতেও এমনটি হয়েছে। আর আমি কী করব? অভিনয়ের প্রস্তাব শাকিব খানের সঙ্গেই বেশি আসে। তবে শাকিব খান ছাড়া ভালো বাজেটের ও ভালো গল্পের ছবির প্রস্তাব পেলে অবশ্যই অভিনয় করব। এমন চমকও দেখা যেতে পারে। ”

উল্লেখ্য, নায়িকা বুবলি অভিনীত নতুন ছবি ‘সুপার হিরো’। হার্টবিট প্রডাকশনের ব্যানারে ছবিটি পরিচালনা করবেন আশিকুর রহমান আশিক। নায়ক হিসেবে থাকবেন শাকিব খান।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com