এবারের বিপিএলে দেশী-বিদেশী ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজায় রংপুর রাইডার্স। আর স্কোয়াডের বিদেশী ক্রিকেটারদের সাথে সমান তালে এগিয়ে ছিলো দেশী ক্রিকেটাররাও। ফর্মে দিক দিয়েও এগিয়ে ছিলো তারা। আর এটাকে বড় প্রাপ্তি হিসেবেই নিচ্ছেন মাশরাফি।
মাশরাফি বলেন ,’আমি প্রথমেই দেখেছিলাম যে আমাদের দেশী ক্রিকেটাররা কিছু একটা করতে চাচ্ছে। তাদের মধ্যে সেই জিনিষটা আমি দেখেছিলাম। আর সবচেয়ে পজিটিভ আমি দেখেছিলাম রুবেল আর মিঠুনের মধ্যে। তারা খুব ভালোভাবেইদায়িত্ব নিয়েছিলো। ‘
মাশরাফি আরো বলেন ,’ইচ্ছে থাকলে যে উপায় হয় সেটা আপনারা রুবেল্কে দেখলেই বুঝবেন। আমার মনে হয় সে এবারের বিপিএলে মালিঙ্গার চেয়েও ভালো বল করছে। আমার নিজস্ব মতামত এটি। ‘