web stats এয়ারপোর্টে প্রবাসীদের কামলা বলার কারণে বাংলাদেশ পুলিশ যে ব্যাবস্থা নেয়ার কথা জানালেন। (ভিডিও সহ)

মঙ্গলবার, ১১ মে ২০২১, ২৮ বৈশাখ ১৪২৮

এয়ারপোর্টে প্রবাসীদের কামলা বলার কারণে বাংলাদেশ পুলিশ যে ব্যাবস্থা নেয়ার কথা জানালেন। (ভিডিও সহ)

প্রবাসীদের হয়রানি,যে ব্যাবস্থা নেয়ার কথা জানালেন বাংলাদেশ পুলিশ প্রধান

প্রবাস থেকে দেশে যাওয়া আসার সময় বাংলাদেশের বিমানবন্দরে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে। অধিকাংশ প্রবাসী বাংলাদেশের বিমানবন্দরে এবং বিমানবন্দরের বাইরে অস্বস্তিবোধ করেন। এখানে প্রত্যাশিত ব্যবহার পান না বলে জানান প্রবাসীরা।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স অসামান্য অবদান রাখছে।

পুলিশ প্রধান এ.কে.এম শহিদুল হক সাংবাদিকদের এক প্রশ্নের উওরে তিনি বলেন এয়ারপোর্টে হয়রানি অনেক কমে গেছে, তারপরও যদি কেউ অভিযোগ দেয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নিবে।

যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখেছ সেই প্রবাসীদের দাবী দেশে ফেরার মানে হোক বিমানবন্দর থেকে মায়ের কোল। শুধু ভালো লাগা আর ভালো লাগা।

দেশের জন্য রেমিট্যান্স পাঠানো সাধারণ প্রবাসীর এই তো চাওয়া। তেমন আহামরি কিছু না, চাওয়া শুধু ভালো লাগার মতো কিছু রাষ্ট্রীয় সেবা।​​​​​​

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com