জলের ওপরে আচমকাই ভেসে উঠল তার শরীর। চিত্রবিচিত্র নকশা কাটা বিরাট চেহারার একটি ভয়ঙ্কর দর্শন সাপ! দ্রুতগতিতে এসে সে এগিয়ে এল সামনের দিকে। তার তেড়ে আসার ভঙ্গিতে হাড় হিম হয়ে যায় যেন।
নিজের বোট থেকে সাপটিকে দেখতে পেয়ে গিয়েছিলেন বব হওয়ার্ড। ভদ্রলোক মাছ ধরতে গিয়েছিলেন মার্কিন মুলুকের রাথবুন লেকে। তাঁর ক্যামেরাবন্দি হয়ে সেই সাপের কীর্তি ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বব জানিয়েছেন, ‘‘সাপটা জলের ওপরে মুখ বের করছিল। আমি ওকে আঘাত করতে চাইছিলাম। আমি বুঝতে পারছিলাম ও আমার ধরা মাছটাকে খেতে চাইছে! মাছটা জলের ওপরে ভেসেছিল টোপের মধ্যে। ওর নজর সেইদিকেই ছিল।’’
বব চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সাপটার গতি ও জেদের কাছে হার মানতেই হয় তাঁকে। মাছটিকে মুখে করে জলের ভেতরে নিজের ডেরায় ফিরে যায় সাপ।
তবে একেবারে খালি হাতে ফিরতে হয়নি ববকে। তাঁর ক্যামেরায় তিনি বন্দি করে ফেলেন সাপটির শিকার ধরার ছবি। সাপটির মুখের মধ্যে মাছটি ধরা রয়েছে এমন নিখুঁত শটও নিয়েছেন তিনি। ছবিগুলি ফেসবুকে পোস্ট করতেই প্রবল সাড়া পান। বহু মানুষ শেয়ার করে তাঁর পোস্ট।