web stats ছেলের বিয়েতে শামীম ওসমানের ‘লুঙ্গি ড্যান্স’ভাইরাল! (ভিডিও সহ)

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮

ছেলের বিয়েতে শামীম ওসমানের ‘লুঙ্গি ড্যান্স’ভাইরাল! (ভিডিও সহ)

জয়ের সেন্স অব হিউমারে থেমে নেই শামীম ওসমানের নাচ। এক মাত্র ছেলে অয়ন ওসমানের বিয়ে অনুষ্ঠান ঘিরে এক অন্যরকম শামীম ওসমানের দেখা পেয়েছেন নারায়ণগঞ্জবাসী।

একমাত্র পুত্র সন্তানের বিয়েতে যারপরনাই আনন্দিত বহুল আলোচিত এ পলিটিশিয়ান। নেচে গেয়ে, হোলি খেলে সেই আনন্দের বহিঃপ্রকাশও ঘটিয়েছেন তিনি।ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, সবুজ প্রকৃতি ঘেরা একটি খোলা মাঠে বিভিন্ন বয়সী নারী-পুরুষ। যাদের পরনে সাদা পাঞ্জাবি ও পায়জামা। শামীম ওসমানের হাতে রঙভর্তি একটি বালতি। বিশেষ কাউকে রঙে ভাসিয়ে দিতে তিনি শিকারির মতো ঘুরে ফিরছেন!

কিন্তু শিকার খুঁজে পান না তিনি। একপর্যায়ে বালতি ফেলে মিউজিকের তালে কোমর দুলিয়ে নেচে ওঠেন তিনি। তার দেখাদেখি, খোলা মাঠে রঙমাখা একদল নারী তাকে চ্যালেঞ্জ জানিয়ে নাচতে শুরু করেন।

শামীম ওসমানও কম যান না। তিনি সে চ্যালেঞ্জ গ্রহণ করে ‘লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স’ গানের তালে বেসুমার নেচে চলেন।

ভাইরাল হওয়া সেই ভিডিওটি দেখতে এখানে

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com