web stats এবার ছেলেকে নিয়ে এবার যে চিন্তিতায় পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

এবার ছেলেকে নিয়ে এবার যে চিন্তিতায় পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী

চিন্তায় পড়ে গিয়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। তার চিন্তাটা ছেলে অভিমন্যু বা ঝিনুককে নিয়ে। তা কি এমন করল ১২ বছরের ঝিনুক?

আনন্দলোক জানায়, না, ঝিনুক দুষ্টুমি সে করেনি। শ্রাবন্তী চিন্তায় পড়ে গিয়েছে ছেলের উচ্চতা নিয়ে।

‘মাত্র ১২ বছর বয়সেই পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট! কী যে হবে।’ ছেলে যে ভবিষ্যতে নায়ক হতেই পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দিলেন না তিনি। ‘এই হাইট নিয়ে নায়িকা পাবে কী করে কে জানে?’

সম্প্রতি যিশু সেনগুপ্ত ও তার মেয়ে সারার সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী। হাসতে-হাসতে এ নায়িকা বলছিলেন,

‘এই তো আমি আজ যিশুদার সঙ্গে কাজ করছি। কয়েক বছর পর হয়তো ঝিনুক আর সারা সিনেমা করবে। আর আমি গম্ভীর মুখে ইন্টারভিউ দেব, ওদের নিয়ে।’

২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘শিকারি’তে অভিনয় করেন শ্রাবন্তী। সিনেমাটি বাংলাদেশে বেশ ভালো ব্যবসা করেছে। এ নায়িকার হাতে থাকা নতুন সিনেমা হলো— নবজীবন বীমা কোম্পানী, বীরপুরুষ ও জিও পাগলা।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com