web stats এই ৩টি গুণের অধিকারী ৭০ হাজার ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন

মঙ্গলবার, ৯ মার্চ ২০২১, ২৪ ফাল্গুন ১৪২৭

এই ৩টি গুণের অধিকারী ৭০ হাজার ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন

ইহকালে যারা মহান আল্লাহ তায়ালার কথানুসারে কাজ করবে, মৃত্যুর পর তাদের জন্য রয়েছে সুসংবাদ। মহান আল্লাহ তায়ালা ওই সকল ব্যক্তিদের পুরস্কার সরূপ বিনা হিসাবে জান্নাত প্রদান করবেন। এ প্রসঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)বলেছেন, আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক হিসাব-নিকাশ ব্যতিরেকেই বেহেশতে প্রবেশ করবে। তারা হলো, মন্ত্রতন্ত্র দ্বারা ঝাড়-ফুঁক করায় না, অশুভ লক্ষণাদিতে বিশ্বাস করে না এবং তারা শুধু তাদের প্রতিপালকের ওপর নির্ভর করে। (বোখারি ও মুসলিম)।

এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা সুখে-দুঃখে সর্বাবস্থায় একমাত্র আল্লাহর ওপর আস্থা রাখে, অবিচল বিশ্বাস স্থাপন করে তারাই আল্লাহর প্রিয় বান্দা। এর দ্বারা আরও প্রমাণিত হয়, আমাদের সমাজে প্রচলিত জাদুবিদ্যা, মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক, কবিরাজি ইসলাম সমর্থন করে না। কারণ এতে নাজায়েজ অনেক কাজও হয়। আল্লাহর ওপর কোনো আস্থা থাকে না। থাকে কবিরাজের কারিশমা ও জাদুমন্ত্রের ওপর। তবে চিকিৎসা করা সুন্নত। কারণ, নবী করিম (সা.) নিজেও অসুস্থ হয়ে চিকিৎসা করেছিলেন।

আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে জায়েজ উপায়ে যদি চিকিৎসা করা হয় তাতে কোনো সমস্যা নেই। পবিত্র কোরআন শরিফের কিছু আয়াত আছে যেগুলো পড়ে ফুঁ দিলে মানুষের উপকার হয়। হাদিস শরিফেও কিছু দোয়া বর্ণিত আছে যা চিকিৎসা সেবায় উপকারী। আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও অবিচল আস্থাশীল বান্দাদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যাপারে অন্য বর্ণনায় হাদিসটি দীর্ঘভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক আমাদের দীনের পথে চলার তৌফিক দান করুন। আমীন।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com