web stats আনুশকা কোহলির চেয়ে বয়সে বড়

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭

আনুশকা কোহলির চেয়ে বয়সে বড়

বহু প্রতীক্ষা, বহু জল ঘোলা। অতঃপর, গত ১১ ডিসেম্বর ইতালির তাসকানিতে বিলাশ বহুল এক রিসোর্ট ভাড়া করে সেখানে চার হাত এক হয় খেলার ও বিনোদন জগতের দুই মেগাস্টার বিরাট কোহলি ও আনুশকা শর্মার। অনেকটা চুপিসারেই বিয়ের কাজটা সারেন বহুদিনের এ লাভবার্ড জুটি। দুই পরিবারের সদস্যরা ছাড়া উল্লেখ করার মতো তেমন কেউই উপস্থিত ছিলেন না সেখানে।

সবই ঠিক আছে। কিন্তু আলোচনাটা নবদম্পতির বয়স নিয়ে। স্বামী ক্রিকেটার বিরাট কোহলির জন্ম ১৯৮৮ সালের ৫ নভেম্বর। অন্যদিকে, আনুশকা শর্মার জন্ম একই বছরের ১ মে। দুজনের বয়সই ২৯। কিন্তু মাসের হিসাবে স্বামী বিরাট কোহলির চেয়ে স্ত্রী আনুশকা শর্মা ৬ মাসের বড়।

ভালোবাসার কাছে ধনী-গরীব, ধর্ম, বয়স যে কোনো বাধা হতে পারে না সেটার বহু নজীরই খেলার ও বিনোদন জগতের তারকারা কালে কালে দেখিয়েছেন। যেখানে বয়সে অনেক ছোট স্বামীর সঙ্গে একাধিক অভিনেত্রীকে ঘর-সংসার করতে দেখা গেছে। আর সেখানে আনুশকা তো বিরাটের চেয়ে মাত্র ৬ মাসের বড়। তাছাড়া, মনে মনে যদি মিল থাকে, তবে বয়সের অমিলে কী আসে যায়?

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com