web stats এবার জীবন্ত নেকড়ের সাথে লড়াই করলেন সালমান খান

বুধবার, ২৮ জুলাই ২০২১, ১৩ শ্রাবণ ১৪২৮

এবার জীবন্ত নেকড়ের সাথে লড়াই করলেন সালমান খান

অভিনয় জীবনে অধিকাংশ সময়ই ভিলেনরুপী শত্রুর সঙ্গে লড়তে দেখা গেছে সালমান খানকে। তবে এসব শত্রুতায় মারপিট, ফাইটিংয়ে বেশিরভাগ সময় সহশিল্পী হিসেবে পেয়েছেন আদম সন্তান মানুষকে।

তবে এবার লড়ছেন হিংস্র জন্তু নেকড়ের সঙ্গে।

সালমান অভিনীত আসছে সিনেমার নাম ‘টাইগার জিন্দা হ্যায়’। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়াল এটি। এ সিনেমাটির শুটিংয়ের জন্য এখন অস্ট্রিয়াতে অবস্থান করছেন এ অভিনেতা। অস্ট্রিয়ার জঙ্গলে শুটিং শুরু হয়েছে।
সেই দৃশ্যের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন পরিচালক আলি আব্বাস জাফর। তিনি বলেন, ভেবেছিলেন প্রযুক্তির মাধ্যমেই সেই দৃশ্যটি করবেন। কিন্তু দর্শকদের কাছে যেনো খুঁত না থাকে তার জন্যে প্রযুক্তির নেকড়ে নয়, দৃশ্যায়নের জন্যে বন্দোবস্ত করা হয়েছিলো একেবারে জীবন্ত রক্ত পিপাসু নেকড়ে।

নায়কের সঙ্গে সেখানে অবস্থান করছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

রাজনৈতিক-থ্রিলারধর্মী অ্যাকশন দৃশ্যে দেখা যাবে সালমানকে। অস্ট্রিয়ার তুষার আবৃত জঙ্গলে কয়েকটি নেকড়ের নিয়ে আসেন অ্যাকশন দৃশ্যের পরিচালক টম স্ট্রাথার।
আলী আব্বাস জাফর বলেন, বলিউডের পর্দায় এ ধরনের অ্যাকশন দৃশ্য এর আগ্রে দেখেন নি কেউ। প্রথমবারের মতো দেখবেন দর্শক জীবন্ত নেকড়ের সঙ্গে সালমানের অ্যাকশন দৃশ্য। যার মাধ্যমে অ্যাকশন হিরো হিসেবে নিজেকে অন্যস্থানে নিয়ে গেলেন সালমান।

ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, এমন দৃশ্যটি প্রযোজক আদিত্য চোপড়ার মাথা থেকে এসেছে। নির্মাতারা চাইছেন দৃশ্যটি আন্তর্জাতিক মানের শুটিং হয়েছে বলে মনে করছেন।

এ জন্য হলিউডের খ্যাতিমান স্টান্ট ডিরেক্টর টম স্ট্রুথারের সঙ্গে মিলে নেকড়ে প্রশিক্ষকের সঙ্গে আলোচনা করে নিয়েছিলেন পরিচালক আলী আব্বাস জাফর। ২২ ডিসেম্বরে রুপালি পর্দায় মুক্তি দেয়া হবে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com