web stats সেলফি তুলতে গিয়ে ৬২ তলা থেকে পড়ে নিহত হয়েছে এক ব্যক্তি (ভিডিও সহ)

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

সেলফি তুলতে গিয়ে ৬২ তলা থেকে পড়ে নিহত হয়েছে এক ব্যক্তি (ভিডিও সহ)

চীনের চ্যাংশা শহরে সেলফি তুলতে গিয়ে ৬২ তলা ভবন থেকে পড়ে নিহত হয়েছেন উয়ু ইয়ংনিং নামের এক ব্যক্তি।

বিসিসির এক খবরে বলা হয়, গত ৮ নভেম্বরে ইয়ংনিংয়ের মৃত্যু হয়। প্রায় এক মাস পর খবরটি প্রকাশ্যে আসে।

উঁচু ভবনে চড়ার জন্য বেশ জনপ্রিয় ছিলেন ইয়ংনিং। কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই আকাশচুম্বী ভবনের চূড়ায় উঠতেন তিনি। সেসব মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ইন্টারনেটেও প্রকাশ করতেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম উইবোতে তাঁর অনুসারীর সংখ্যা একেবারে কম ছিল না। তবে নভেম্বর থেকে ইন্টারনেটে নিষ্ক্রিয় হয়ে পড়েন ইয়ংনিং। এর মাসখানেক পরেই তাঁর প্রেমিকা সামাজিক যোগাযোগের মাধ্যমে মৃত্যুর খবর জানান।

ইয়ংনিংয়ের পরিবারের এক সদস্য জানান, খুব শিগগির তাঁর ‘রুফটপিং’ নামে একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল। ওই প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার হিসেবে ১১ লাখ টাকা (এক লাখ ইয়েন) দেওয়া হবে। ইয়ংনিং পরিকল্পনা করেছিলেন, ওই অর্থ জিতে তিনি মায়ের চিকিৎসা ও প্রেমিকাকে বিয়ে করবেন।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com