রংপুর রাইডার্সের ক্রিস গেইল একাই করেন ১৪৬ রান। ঢাকা ডায়নামাইটসের সবাই মিলে করলেন ১৪৯ রান। বড় হারের দিনে ক্যারিবিয় ব্যাটিং দানবের রানটা কোনোমতে পার করলো সাকিব আল হাসানের দল।
আর ১২৬ রানের ইনিংস খেলা নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা, ইনিংস সেরা, সেরা ব্যাটসম্যান, সেরা এক্সসাইটিং ক্রিকেটার তারপরেও মন খারাপ গেইলের। ম্যাচ শেষে তিনি নিজেই জানালেন, তিনি বলেন আমি বিশ্বের সেরা অফ স্পিনারদের একজন হয়েও নিজের বোলিং নিয়ে বেশ হতাশ!
বলা বাহুল্য, পুরো প্লে-অফরাউন্ডেই কিন্তু গেইল, ম্যাককালাম নিষ্প্রভ ছিলেন। এর ভেতরে প্রথম তিন ম্যাচে এই দুই বিষ্ফোরক ব্যাটসম্যান খেলেনইনি। কেননা তখনও তারা রংপুর শিবিরে যোগ দেননি।
তিন ম্যাচ শেষে মাঠে নামলেও গেইলের ব্যাটে গ্রুপ পর্বে সর্বোচ্চ ৫১ ও ম্যাককাললামের ব্যাটে এসেছিল ৪৩ রান। মোট কথা পুরো গ্রুপ পর্বটিই তাদের গেছে নিজেদের সেরাটা খুঁজে বেড়ানোর মধ্য দিয়ে।