মহানবী মুহাম্মদ (সঃ) – এর মতে সকল পানীয় উপাদানের মধ্যে মধু সর্বোৎকৃষ্ট। তিনি বলেন, মধু এবং পবিত্র কুরআনের মাধ্যমে তোমাদের চিকিৎসা নেয়া উচিত।
(সুনানে ইবনে মাজাহ, হাকেম) রাসুলুল্লাহ (সঃ) স্বয়ং সকাল বেলা খালি পেটে মধুর শরবত পান করতেন। যারা নিয়মিত মধুর শরবত পান করতে পারবে না তাদের জন্য তিনি বলেন, যে ব্যক্তি কমপক্ষে মাসে তিনদিন সকাল বেলা মধু চেটে সেবন করবেন, ঐ মাসে তার কোনো কঠিন রোগ-ব্যাধি হবে না। (সুনানে ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবীহ)