গাছটির চারদিকে শক্ত লোহার বেড়া, রয়েছে পানির ট্যাংক। চারজন রক্ষী পালাক্রমে পাহারা দেওয়ার পাশাপাশি পানি দেন। আবার প্রতি সপ্তাহে একজন উদ্ভিদতত্ত্ববিদ এসে পরীক্ষা করে যান গাছটির সর্বশেষ অবস্থা। আর বিপুল এই কর্মকাণ্ডে বছরে খরচ গিয়ে দাড়াচ্ছে ১২ লাখ রুপি। এ যেন ভিভিআইপি গাছ।
ভারতের মধ্যপ্রদেশের সালামতপুরে থাকা গাছটির খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে পাঁচ বছর আগে গাছটি রোপণ করেছিলেন। পিপল গাছ নামে পরিচিতি এই গাছটি তিনি নিজ দেশ থেকে এনেছিলেন।
পরমেশ্বর তিওয়ারি নামের এক রক্ষী বলেন, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করছেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, ইউনেস্কো-ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ সানচি বৌদ্ধ কমপ্লেক্স থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গাছটি বেড়ে উঠছে। গাছটি ইতোমধ্যে বড় হয়েছে।
উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট বরুণ আওয়াস্তি বলেন, গাছের নিরাপত্তা ও পানি দেওয়ার জন্য চারজন রক্ষী দেওয়া হয়েছে।