ব্যয়বহুল ডিজাইনার পোষাক সবসময় বলিউড তারকাদের প্রথম পছন্দ হয়ে থাকে। হাই সোসাইটি পার্টি, অনুষ্ঠান ইত্যাদি জায়গায় বলিউড সেলিব্রেটিরা ডিজাইনার পোষাক পড়ে আসেন।
সম্প্রতি আম্বানিদের আয়োজিত একটি পার্টিতে উপস্থিত ছিলেন বলিউড তারকারা।
বলিউড সেলিব্রেটিদের মধ্যে আলিয়া ভাটও উপস্থিত ছিলেন। সেই পার্টিতে তিনি সিল্ক কাট লং মাল্টি কালার, শিমারি স্কার্টের ওপরে ছিল টপ তার সাথে হাতে ছিল হলুদ ক্লাচ যার ওপর লেখা ছিল “হ্যাপি”।
আলিয়ার এই পোষাক দেখে দুটি প্রশ্ন উঠছে এই পোষাকের ডিজাইনার কে? এবং এর মূল্য কত?
আরও পড়ুন > অতঃপর এভ্রিল এলেন নতুন আবহে (ভিডিও)
সকলের প্রায় মনে হবে আলিয়া যে পোষাকটি পড়েছিলেন তার মূল্য অনুমানের বাইরে হবে। কিন্তু স্কার্টটির মূল্য ছিল চার হাজার টাকা এবং টপটির দাম মাত্র এক হাজার ছয়শত টাকা।
আরও পড়ুন > বলিউড যদি যৌন নিগ্রহ নিয়ে মুখ খোলে, বহু নায়কের কপালে দুঃখ আছে!
আলিয়া ভাটের চলচ্চিত্রগুলি তাঁর ফ্যাশনের মতোই নিখুঁত। তিনি সবসময় সাধারণ পোশাক পড়ে থাকেন। যেটায় তাঁকে খুব সুন্দর দেখায়।
লন্ডনের মেয়রের জন্য আম্বানি এই পার্টি দিয়েছিলেন।
সাদিক খান বলিউড তারকাদের উপস্থিতিতে খুশি হয়েছিলেন।
আলিয়ার পোশাক পার্টিতে তাঁকে সবার থেকে আলাদা করেছে। পার্টিতে ক্যাটরিনা কাইফ, নেহা ধূপিয়া, করিশমা কাপুর এবং অন্যান্য তারকারা উপস্থিত ছিলেন। কিন্তু আলিয়া সমস্ত লাইমলাইট নিয়েছে।