web stats রিজার্ভ ডে তো নেই , যদি আগামীকাল বৃষ্টি হয় তবে ফাইনালে যাবে কোন দল?

বুধবার, ২৮ জুলাই ২০২১, ১৩ শ্রাবণ ১৪২৮

রিজার্ভ ডে তো নেই , যদি আগামীকাল বৃষ্টি হয় তবে ফাইনালে যাবে কোন দল?

কোনো রিজার্ভ ডে নেই। আগামীকাল বৃষ্টি হলে ফাইনালে যাবে কোন দল? শেষ দিকে চলে এসেছে বিপিএল। অথচ এই শেষ দিকেই ঢাকার আবহাওয়ায় চোখ রাঙাচ্ছে বৃষ্টি! আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আগামীকাল ঢাকায় বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে। কিন্তু বাইলজ অনুযায়ী এবার প্লে-অফ ম্যাচে কোনও রিজার্ভ ডে রাখেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে ১২ ডিসেম্বরের ফাইনালে রিজার্ভ ডে রেখেছে বিপিএল কর্তৃপক্ষ।

এই অবস্থায় বিপাকে পড়েই নিয়ম পাল্টিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। খেলা মাঠে না গড়ালে বাইলজের নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলগুলো বাড়তি সুবিধা পাবে। তাই এই প্লে-অফে রিজার্ভ ডে রাখতে চারটি দলকেই চিঠি দিয়েছিল গভর্নিং কাউন্সিল। যদিও জানা গেছে, বাকিরা এতে সম্মত হলেও এর বিপক্ষে আপত্তি তুলেছে শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়ে রেখেছে! যদিও শেষ পর্যন্ত আসলে কী হয় সেটাই এখন দেখার।

গতকাল শুক্রবার খেলা মাঠে গড়িয়েছে এতে কুমিল্লাকে হারিয়ে ফাইনালে উঠে গেছে ঢাকা। অপরদিকে খুলনাকে বিদায় করে দিয়ে আগামীকাল ২য় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে মাশরাফির রংপুর।

কিন্তু আজকে সারাদেশে সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আগামীকাল ঢাকায় বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে। তাহলে আগামীকাল যদি বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ায় তবে কপাল পুড়বে রংপুরের। কারন পয়েন্ট টেবিলের কুমিল্লার অবস্থান ১ নম্বরে আর রংপুরের অবস্থান ৪ নম্বরে।

এই বিভাগের আরো খবর


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com