শুক্রবার, ২২শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক উপ- প্রচার সম্পাদক শেখ সম্রাট নীল

নিজস্ব প্রতিনিধিঃ দেশ-বিদেশের সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক উপ- প্রচার সম্পাদক শেখ সম্রাট নীল।

এক বার্তায় শেখ সম্রাট নীল বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে বাংলাদেশের পথচলা শুরু হয়। বিজয়ের ৪৯ তম বছর পার করে ৫০-শে পৌছাঁলো দেশ, সেই সঙ্গে এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনও চলছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা অর্জনের কথাও উল্লেখ করেন শেখ সম্রাট নীল।

শেখ সম্রাট নীল বলেন, বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলে লাখো শহীদের আত্মত্যাগকে সম্মান জানাই। আমি সকলের সুস্থতা কামনা করছি। এছাড়াও কোভিড-১৯ মহামারীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানান শেখ সম্রাট নীল।

এই বিভাগের আরো খবর