শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১২ ঘণ্টার ব্যবধানে নিউইয়র্কে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজীর পাগলা গ্রামের বাবা ও ছেলের মৃত্যুর হয়েছে। এছাড়া মা রাশিদা খানম করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে ছেলে ডা. শাকিল ও রাত ৩টার দিকে বাবা শফিকুল মারা যান।

এদিকে, বাবা-ছেলের নিউইয়র্কে মৃত্যুর খবরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজীরপাগলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন জেলা যুবলীগের দপ্তর সম্পাক অলিউর রহমান। তিনি জানান, আমেরিকান প্রবাসী শফিকুল ইসলামের ছোট ভাই শহিদুল ইসলাম বাবা ও ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি গ্রামে তাদের মৃত্যুর খবর দিলে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে গেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) আলহাজ্ব আবুল বাসার। তিনি জানান, শফিকুল ইসলাম তার সহপাঠী ছিলেন। ১৯৭২ সালে তিনি ও শফিকুল ইসলাম লৌহজং উপজেলার কাজীরপাগলা এটি ইনস্টিটিউশন থেকে এসএসসি পাস করেন।

এই বিভাগের আরো খবর