শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে একজন ডাক্তারসহ চার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত,উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

হিলি প্রতিনিধিঃ- দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলিতে ব্যাংকের দুই কর্মকর্তা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তারসহ নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে এই উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান।

তিনি আরো জানান, গত বুধবার (২২ জুলাই) উপজেলার ২০ জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ (২৭ জুলাই) সোমবার সন্ধ্যায় ২০ জনের মধ্য থেকে ৪ জনের ফলাফল পজিটিভ এসেছে।

করোনা ভাইরাসে নতুন আক্রান্তরা হলেন, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হামিদুর রহমান, হিলি স্থলবন্দর জনতা ব্যাংকের দুইজন কর্মকর্তা রেজাউল করিম ও হোসেন আলী এবং হাকিমপুর পৌর এলাকার মুন্সিপাড়ার শিখা রহমান।
এখন পর্যন্ত এই উপজেলায় মোট রোগী ২৫ জন যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন।

এই বিভাগের আরো খবর