শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাজার ছুঁতে চললো আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত ৫৫ জন

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীতে বৃহস্পতিবার (১১ জুন) রাতে নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, ৫ ও ৬ জুন পাঠানো ১৪৩ টি নমুনার মধ্যে ৫৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। নতুন ৫৫ জন করোনা শনাক্তের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৮ জন, পলাশ উপজেলায় ১৬ জন ও রায়পুরা উপজেলায় ১ জন। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা শনাক্ত ৯৪৫ জন। এবং মৃত্যু ১৫ জন। মৃতদের মধ্যে ২০ এপ্রিল নরসিংদী সদর উপজেলা মাধবদীর পুরানচরের ১জন, ২৩ এপ্রিল একই উপজেলার ভাগদীর ১ জন, ৩০ এপ্রিল পলাশের মাঝেরচর গ্রামের ১ জন, ৮ মে পাঁচদোনায় ১জন, ১১ মে এবং ১৯ মে মাধবদীতে ১জন করে ২ জন, ২৫ মে বেলাব উপজেলায় ১জন ও ২৬ মে সদরের ১জন, ২৯ মে রায়পুরা উপজেলায় ১জন, ৩০ মে সদর উপজেলার শেখেরচর একজন নারী ও ৩১ মে মাধবদীর আনন্দীতে ১জন, ৩ জুন নরসিংদীর বাসাইলে ১ জন, ৫ জুন রায়পুরায় আদিয়াবাদে ১ জন, ৭ জুন নরসিংদী সদরের রাঙ্গামাটি কান্দাপাড়ার ১ জন নারী ও ৮ জুন বেলাব ১ জন ও ১০ জুন মনোহরদীর ১ জন পুরুষসহ মোট ১৫ জন করোনায় মৃত্যুবরণ করেন।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৬৫৩ জন, রায়পুরা উপজেলায় ৬৪ জন, পলাশে ৮০ জন, শিবপুরে ৬৬ জন, বেলাব উপজেলায় ৫৪ জন ও মনোহরদী উপজেলায় ২৮জন।

এই বিভাগের আরো খবর