বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌরভ প্রসঙ্গে মন্তব্য, নাসেরকে ধুয়ে দিলেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন বলেছিলেন, সৌরভ গাঙ্গুলী অধিনায়ক হওয়ার আগে ভারতের খেলোয়াড়রা মানসিকভাবে দুর্বল ছিলেন। তারা প্রতিপক্ষকে ‘শুভ সকাল’ বলত এবং হাসত। সৌরভ অধিনায়ক হওয়ার আগে ভারত দল লড়তে জানত না। নাসের হুসেইনের এমন মন্তব্যে প্রচণ্ড রকম ক্ষেপেছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। গাঙ্গুলীর প্রশংসা করতে গিয়ে নাসের হুসেনই ভারতীয় ক্রিকেটকে চরমভাবে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার মিড ডেতে নিজের কলামে সেই মন্তব্যের জন্য নাসেরকে ধুয়ে দেন সুনীল। সেখানে এই ভারত দলের সাবেক অধিনায়ক লিখেছেন– ‘নাসেরের কথায় মনে হচ্ছে, শচীন, রাহুল, শেবাগ, লক্ষ্মণ, কুম্বলে, হরভজনের মতো ক্রিকেটাররা মানসিকভাবে দুর্বল! কারণ তারা প্রতিপক্ষের মুখের সামনে গিয়ে উদ্ধত আচরণ করেনি। নাসেরের প্রতি আমার প্রশ্ন– আপনি ভদ্র আচরণ করলে আপনি দুর্বল হয়ে গেলেন? শচীনের মতো যেসব ক্রিকেটার বুকে চাপড় দিয়ে হুংকার দিত না, গালি বা চিৎকার দিত না, অশোভন আচরণ করত না, তারা দুর্বল?’

সৌরভ ছাড়াও ভারতীয় দল ভালো খেলত জানিয়ে গাভাস্কার বলেন, নাসের চোখে লড়তে না জানা ভারতই ইংল্যান্ডে বিশ্বকাপ জিতেছে। প্রতিপক্ষের মাঠে গিয়ে টেস্ট জিতেছে। সত্তর ও আশির দশকের দলগুলোর দৃঢ়তা সম্পর্কে নাসের কী জানে? এ দলগুলো ঘরের মাঠের মতো বাইরেও সফল ছিল।এমন সব বক্তব্য দিয়ে অবশ্য সৌরভকে খাটো করেননি সুনীল গাভাস্কার। তিনি লিখেছেন– হ্যাঁ, গাঙ্গুলী শীর্ষ মানের অধিনায়ক ছিল। ভারতীয় ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ একসময়ে অধিনায়কত্ব করেছে। কিন্তু তার আগের দলগুলো নরম ছিল, এ কথা হাস্যকর।’

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, ক্রিক এডিক্টর

এই বিভাগের আরো খবর