শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সবাইকে মাস্ক পরতে হবে

আন্তর্জাতিক ডেস্ক : ফেস মাস্ক পরা নিয়ে নিজেদের বক্তব্য পাল্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগমস্থলে মাস্ক ব্যবহার করা উচিত।

একটি নতুন গবেষণায় দেখা গেছে, সম্ভাব্য কোভিড-১৯ রোগীর মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে মাস্ক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এদিকে, ডব্লিউএইচওর নতুন এই নির্দেশনার আগে থেকেই জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশনা দিয়েছে কিছু দেশ।

এর আগে ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়েছিল, সুস্থ ব্যক্তি ফেস মাস্ক পরতে হবে, এ নিয়ে যথেষ্ট তথ্য প্রমাণ নেই।

এ ছাড়া সংস্থাটি সবসময়ই বলে আসছিল, করোনায় আক্রান্ত ব্যক্তি ও যারা কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নিয়োজিত থাকবে, তাদের জন্য মেডিকেল মাস্ক পরতে হবে। তবে সংস্থাটি এখন থেকে সবাইকে কাপড়ের বা সুতার তৈরি মাস্ক পরার পরামর্শ দিয়েছে, যেটি মেডিকেল মাস্ক নয়।

ডব্লিউএইচওর রোগতত্ত্ববিদ মারিয়া ভ্যান কারকভ বলেছেন, ‘আমরা সব দেশের সরকারকে পরামর্শ দিচ্ছি, যাতে তারা সাধারণ মানুষকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করে।’

তবে ডব্লিউএইচও আরো বলছে, করোনাভাইরাসের ঝুঁকি কমাতে ফেস মাস্ক পরিধান করা একটি উপায়মাত্র। শুধু মাত্র ফেস মাস্ক পরলেই যে করোনা সংক্রমণের ঝুঁকি কমবে, তা নয়।

এই বিভাগের আরো খবর