বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ফলদ বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

শেরপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষ্যে শেরপুরে নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭জুলাই) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা কৃষক লীগের আহব্বায়ক আলমগীর আজাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, মুজিব বর্ষ উপলক্ষে নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফলদ, ঔষধী ও বনজ বৃক্ষের ১শ চারা রোপন করা হবে। এর মধ্যে আজ আমড়া, নিম ও বকুল গাছের চারা রোপন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর