শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল ধ্বংস ও জরিমানা

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা বাজারে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। শনিবার সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জাল জব্দ করে। এ জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ হাজার বলে জানান মৎস্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে ও তাদের উপস্থিতিতে সকাল ১০টা থেকে নকলা বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে শহরের উত্তরবাজার এলাকায় আগুনে পুড়িয়ে জব্দকৃত জাল ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রটে ও সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা তারিন এর নেতৃতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ কারেন্ট বিক্রির অপরাধে মেসার্স আজাহার স্টোরের মালিক মো. আজহারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পুলিশ বিভাগের সদস্য, মৎস্য অধিদফতরের সংশ্লিষ্টরাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর