শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মৃত্যু ৩৮ জনের, শনাক্ত ৩ হাজার ৪৮০ জন

ডেস্ক নিউজঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ হাজার ৪৮০ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৩৮ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৫০২ জন। সোমবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬২টি ল্যাবে ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো তিন হাজার ৪৮০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫০২ জনে।

এই বিভাগের আরো খবর