বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মুজিববর্ষ উপলক্ষে কাশিপুর ইউনিয়নে ছাত্রলীগ নেত্রী বর্নীর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন -সুজন

আল-ফেরদৌস (রানা) ঠাকুরগাঁও প্রতিনিধি: “গাছ মানুষের পরম বন্ধু, আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”; “আমাদের রোপিত গাছ মুজিববর্ষকে রাঙিয়ে তুলবে, বাংলাদেশকে সাজিয়ে তুলবে” -এ শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে একযোগে ১ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় মুজিববর্ষে চলমান বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে সুন্দর ও নিরাপদ পরিবেশ, দূষণমুক্ত সমাজ গড়ে তুলতে,এ জেড এম বর্ণী, সাংগঠনিক সম্পাদক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগ ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,এর আয়োজনে কাশিপুর ইউনিয়নে এক হাজার নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ  উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মো: মাজহারুল ইসলাম সুজন
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।

এই বিভাগের আরো খবর