শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মসজিদের এয়ার কন্ডিশনার বিস্ফোরণের ঘটনায় ৪০ জন অগ্নিদগ্ধ হয়েছেন

ডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা সবুজবাগ জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় ৪০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার  রাত পৌনে ৯টায় ওই ঘটনা ঘটে। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের বেশিরভাগই শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে।

ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের নিয়ে আসা রহমান মিয়া জানান, স্থানীয়রা মিলে দ্রুত দগ্ধদের হাসপাতালে নিয়ে আসলে রোগীদের দূর থেকেই ঢাকায় প্রেরণ করতে বলেন ডাক্তাররা। এখানে মূলত কোনো ডাক্তার না নার্স কেউই রোগীদের দেখেননি, ধরেননি।

এদিকে রোগীদের নিয়ে আসার পর দেখা যায়, এখানে প্রতিটি রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের দেহের অধিকাংশ অংশই পুড়ে গেছে। দ্রুত এসব রোগীদের চিকিৎসা সেবা দিতে এলাকাবাসী সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। এসি কিংবা ট্রান্সমিটার থেকে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু বলেন, ঘটনার পর দগ্ধ রোগীদের ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো বলেন, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে গিয়ে দেখি ভেতরে একের পর এক লোকজন পড়ে আছে। ট্রান্সফরমারের ভেতরে থাকা গরম তেল ভেতরে পড়ে। সেখানে লোকজনের ওপরে পড়ে। তাদের সবাই দগ্ধ হয়।

এই বিভাগের আরো খবর