শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বসতঘরে নারীর গলাকাটা লাশ, এলাকায় আতঙ্ক

ডেস্ক নিউজ : নবীগঞ্জে ঈদের পর দিন করগাঁও ইউনিয়নের করগাও গ্রামে ডাকাতিকালে বসতঘরে ছলেমা বেগম (৪৫) নামে এক মহিলাকে গলা কেটে হত্যা করেছে ডাকাতদল। রবিবার (২ আগস্ট) ভোররাতে করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তিনি করগাঁও গ্রামের মিলন মিয়ার স্ত্রী। এঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ছালেমা বেগম মেয়ে শান্তা বেগমকে ঘুমিয়ে ছিলেন। ভোরবেলা হঠাৎ করে মেয়ে শান্তা বেগমের চিৎকার শুনে ছুটে আসে এলাকাবাসী। এসে দেখে গলাকাটা অবস্থায় পড়ে আছেন ছালেমা বেগম। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এসআই সাঈদ।

ছালেমা বেগমের স্বামী বলেন, আমার ২টা বাড়ি থাকায় আমি আমার অন্য বাড়িতে ঘুমাতে গিয়েছিলাম। সকালবেলা এসে দেখি আমার স্ত্রী ছালেমা বেগমের গলাকাটা লাশ। হত্যাকারীরা ছালেমা বেগমের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় বলে জানান তিনি। প্রশাসনের কাছে স্ত্রী হত্যার সুষ্ঠু বিচার চান ছালেমার স্বামী। নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, ডাকাতরা নির্মমভাবে ছালেমা বেগমকে হত্যা করেছে। ছালেমা বেগমের শরীরে একাধিক আগাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনব। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী।

এই বিভাগের আরো খবর