শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে গণপিটুনিতে সন্দেহভাজন ২ ডাকাত নিহত, আটক ১

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীর শিবপুর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক জন।

বুধবার ভোর রাতে উপজেলার মুরগীবের গ্রামে হারুণ খলিফার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুই জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে হলো কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাসিন্দা সোহেল (৪০)। আহত ব্যক্তি একই এলাকার মানিক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত ৩টার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত শিবপুরের যোশরের সৃষ্টিঘর এলাকার মুরগীবের গ্রামের বোরহান,গোলজার ও কাঞ্জনদের বাড়িতে হানা দেয়। এ সময় তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকদের খবর দেয়া হয়। পরে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। খবর পেয়ে গ্রামবাসী ডাকাতদের ঘেরাও করার চেষ্টা করে। এ সময় ডাকাতরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। খবর পয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় মানিক নামে আরও একজনকে উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, নিহত সোহেল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দুটি হত্যা, নারী নির্যাতন ও ডাকাতিসহ পাঁচটি মামলার সন্ধান পাওয়া গেছে।

এই বিভাগের আরো খবর