বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে করোনায় প্রাণ গেলো আরও একজনের

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ নরসিংদীতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আমজাদ হোসেন (৪৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধা ৭টায় রাজধানী কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থা তিনি মৃত্যুবরণ করেন। মৃত আমজাদ হোসেন সদর উপজেলার ভাগদী এলাকার মৃত আব্দুল হকের ছেলে। এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। এ নিয়ে নরসিংদী জেলায় ২য় করোনা রোগীর মৃত্যু হলো। এর আগে ১৮ এপ্রিল একই উপজেলার মাধবদী থানার পুরানচরের আমির হোসেন (৪৫) এর মৃত্যু হয়।
জানা যায়, মৃত আমজাদ হোসেন করোনায় আক্রান্ত হওয়ার পর নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আইসোলেশনে ভর্তি ছিল। পরে শ্বাসকষ্ট জটিলতার কারণে কুয়েত মৈত্রী হাসপাতালে রেফার্ড করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধা ৭টায় এই হাসপাতালে আইসিও তে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, ৬ এপ্রিল সোমবার নরসিংদী জেলার পলাশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসন। ১৩ এপ্রিল নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করে জেলা সিভিল সার্জন অফিস।

এই বিভাগের আরো খবর