শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন শনাক্ত আরও ৪২ জন,মোট আক্রান্ত ১১৮৮ জন

মোঃ সালাহউদ্দিন আহমেদঃ বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, ১১ জুন সংগৃহীত ১২ জুন আইপিএইচ এ পাঠানো ১২৩ টি নমুনার মধ্যে ৩২ টি করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে সদর উপজেলায় ১৮টি, শিবপুর উপজেলায় ৩ টি, বেলাব উপজেলার ১টি, মনোহরদী উপজেলায় ৮টি ও রায়পুরা উপজেলায় ২টি। ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডি আরবিতে ১৭ জুন পাঠানো ৩০ টি নমুনার মধ্যে ৭ টি পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে সদর উপজেলারই ৭টি। তিনি আরও জানান, ১৪ জুন আইইডিসিআর এ পলাশ থেকে পাঠানো সকল ১০টি নমুনা রিপোর্ট নেগেটিভ, ১৫ জুন পাঠানো মাধবদীর ৪টি নমুনা নেগেটিভ ও ১১ জুন পাঠানো ২১টি নমুনার মধ্যে ৩টি পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে নতুন ৪২ জনসহ করোনাভাইরাসে আক্রান্ত হলো ১১৮৮ জন। এবং মৃত্যু মোট মৃত্যু হলো ২১ জনের। এদের মধ্যে সদর উপজেলার ১২ জন, পলাশ উপজেলার ১ জন, বেলাব উপজেলার ৩ জন, রায়পুরা উপজেলার ৩ জন, মনোহরদী ১ জন ও শিবপুর উপজেলার ১ জন।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭৯৩ জন, রায়পুরা উপজেলায় ৮১ জন, পলাশে ১০০ জন, শিবপুরে ৯৭ জন, বেলাব উপজেলায় ৬৩ জন ও মনোহরদী উপজেলায় ৫৪ জন। এ পর্যন্ত আইসোলেশন মুক্ত ৪৯৯ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৩ জন এবং হোম আইসোলেশনে আছেন ৬৩৫ জন।

এই বিভাগের আরো খবর