মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নকলায় মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসুচী

শেরপুর প্রতিনিধি: “গাছ লাগাও পরিবেশ বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলার যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যেগে যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান লিখনের নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন জায়গায় ৫ হাজার বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপনের অংশ হিসেবে আজ শুক্রবার সকালে খইড়াপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়।

মাস ব্যাপী এ বৃক্ষরোপন কর্মসুচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।

এ সময় যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, লুৎফর রহমান লিখন, সদস্য রাইসুল ইসলাম রিফাত, প্রধান শিক্ষক সেলিম হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য রেজাউল করিম সহ সংস্থার সদস্য গন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও নকলার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ ও উপজেলা পরিষদ চত্তরে গাছের চারা রোপন করা সহ হতদরিদ্রদের মাঝেও চারা বিতরন করা হয়।

এই বিভাগের আরো খবর