শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় নতুন করে ৮৫ জন করোনায় আক্রান্ত

রহিদুল ইসলাম রাইপ, নওগাঁ প্রতিনিধিঃন ওগাঁয় নতুন করে আরও ৮৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এবং পুরাতনের

মধ্যে রাণীনগর উপজেলায় দু’জনের শরীরে দ্বিতীয়বার করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেছে।

এ নিয়ে নওগাঁ জেলায় কোভিড-১৯- এ আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৩২৫ জন। এর মধ্যে শুধু সদর উপজেলাতেই ১৪৪ জন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা হওয়া ২৮৯ জনের নমুনার ফলাফল ই-মেইলে আসে। এর মধ্যে পুরাতন দুই জন সহ ৮৭ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

নতুন আক্রান্ত ৮৫ জনসহ মোট ৩২৫ জনের মধ্যে সদর উপজেলায় ১৪৪ জন, রাণীনগরে আগের দু’জনসহ ২৯ জন, মান্দায় ১৭ জন, মহাদেবপুরে ২৭ জন, বদলগাছিতে ২৫ জন, ধামুইরহাটে ৮ জন, সাপাহারে ২২ জন, পোরশায় ৯ জন, নিয়ামতপুরে ১২ জন, পত্মীতলায় ১৯ জন ও আত্রাইয়ে ১১ জন।
জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৫ জন।
মৃত্যু হয়েছে ৪ জনের।

এই বিভাগের আরো খবর