শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁর রাণীনগরে সমবায়ীদের করোনা বিষয়ক করনীয় শীর্ষক প্রশিক্ষণ প্রদান

রহিদুল ইসলাম রাইপ নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রাণীনগর, নওগাঁর আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রাথমিক সদস্যদের করোনা মহামারীতে করনীয় শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

জেলার রাণীনগর উপজেলা বিআরডিবি’র হল রুমে বৃহস্পতিবার সকাল ১০ টায় এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাদেমুল বাশার, উপপরিচালক, বিআরডিবি, নওগাঁ। মোঃ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার, রাণীনগর, নওগাঁ। মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকতা, রাণীনগর, নওগাঁ এবং মোঃ মাহবুবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা, রাণীনগর নওগাঁ।

প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন মোঃ মহিবুল ইসলাম, জুনিয়র অফিসার (হিসাব), বিআরডিবি, রাণীনগর, নওগাঁ।
এবং সহকারী হিসেবে ছিলেন মোঃ রহিদুল ইসলাম রাইপ।

উপজেলার ৩০ টি প্রাথমিক সমবায় সমিতির প্রতিনিধিগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর