শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ড. এমাজউদ্দীনের মৃত্যুতে জাফরুল্লাহ চৌধুরীর শোক

ডেস্ক নিউজ : বরেণ্য শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শুক্রবার ভোর ৬ টায় রাজধানীর ল্যাবএইডে হাসপাতালে প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোকবার্তায় তিনি বলেন, “আমি শোকাভিভূত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তাঁর লেখায় এবং কথায় সব সময় বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা এবং সার্বভৌমত্ব রক্ষায় আজীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ও বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে তাঁর গবেষণা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এবং থাকবে।”ড. এমাজউদ্দীন আহমেদের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী  ও শুভানুধ্যায়ীদের প্রতি ডা. জাফরুল্লাহ চৌধুরী সমবেদনা জানিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর