শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে আত্মকর্মসংস্থানের জন্য ৩০জন নারীকে সেলাই মেশিন বিতরণ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানের নিজস্ব অর্থায়নে অসহায় ও সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষের আত্মকর্মসংস্থানের জন্য ৩০জন নারীর মাঝে সেলাই মেশিন ও ৩টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে তরুণ আলো নামে একটি সামাজিক সংগঠন। সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। পরে তরুণ আলো সংগঠনের উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থান করার লক্ষে নির্মিত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি। রবিবার (৩১ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৈতাব গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের সদস্য আব্দুল হালিম খান, ব্রাদার্স ডাইং এর ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব আলী সাহেব, নরসিংদী চেম্বার অব কমার্সের সদস্য মোতালিব সাহেব, মেহেরপাড়া ইউপি সদস্য রেজাউল ভূইয়া ও দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার বাছিরসহ তরুণ আলো সংগঠনের সদস্যবৃন্দ । এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এক ঝাঁক তরুণদের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। এভাবেই যদি সমাজের তরুণরা বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসে তাহলে আমাদের দেশের চেহারা পাল্টে যাবে।

এই বিভাগের আরো খবর