মঙ্গলবার, ১২ই মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ

চীনে ভবন ধসে ৫৩ জনের প্রাণহানি

চীনে চাংশা নগরীতে একটি ভবন ধসের ঘটনায় ৫৩ জন নিহত হয়েছেন। দেশটির চাঙসা শহরে গত সপ্তাহে ভবনটি ধসে পড়ে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি শুক্রবার এসব তথ্য জানায়।

রয়টার্সের খবরে বলা হয়, হুনান প্রদেশের দুর্ঘটনাকবলিত ভবনটির ধ্বংসাবশেষ থেকে জীবিত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ভবনটি ধসে পড়ে ২৯ এপ্রিল।

ভবন ধসের কারণ অনুসন্ধান করছে স্থানীয় কর্তৃপক্ষ এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

এ ঘটনায় ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার জন্য চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ হলো ভুল নথিপত্র সরবরাহ করার।

দুর্বল নিরাপত্তা, ভবন নির্মাণে নিয়ম নীতি না মানা ও স্থানীয় কর্মকর্তাদের দুর্নীতির কারণে চীনে অসংখ্য ভবন ধসের ঘটনা ঘটছে।

এই বিভাগের আরো খবর