শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চারঘাট পদ্মায় লাশ উদ্ধারের এক মাস হতে চলল মিলেনি সঠিক কারণ

চারঘাট, ( রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী জেলার চারঘাট উপজেলার মোক্তারপুর ১ নং ওয়ার্ড রাজশাহী ক্যাডেট কলেজের ২ নং গেট হতে গত ৬/০৫ /২০২০ তারিখে শাহরিয়ার কবির বাপ্পি( ১৮) নামে এক লাশ পাওয়া যায়, লাশ উদ্ধারের এক মাস হতে চললো কিন্তু কোন সঠিক তথ্য পাওয়া যায়নি কিভাবে বা কারা এমন হত্যাকাণ্ডের সাথে জড়িত শাহরিয়ার কবির বাপ্পি পিতা বাবলু আলী বলেন গত ৪/০৫/২০২০ তারিখে বৃহস্পতিবার আনুমানিক রাত ১০টার সময় (১) মোঃ মিলন(২২) পিতা মৃত ছলেমান আলী(২) মোঃমুন্টু(৩০) পিতা মৃত তাহাজ আলী আমার ছেলেকে কাজ আছে বলে এক জায়গায় ডেকে নিয়ে যায় পরে রাত ৩ টার সময় তারা আমাকে বলে যে বাপ্পিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করে পাইনি। তখন বাবলু বলে আমার ছেলেকে ডেকে নিয়ে গেছো তোমরা তোমরা আমার ছেলেকে খুঁজে নিয়ে দাও তোমরা আমার ছেলেকে এনে দাও বলে তার বাবা চিৎকার করে চারিদিকে খোঁজাখুঁজি করে পায় না পরে শুক্রবার দিনে খোঁজাখুঁজি করে না পেয়ে মিলন ও মুন্টু কে বলে কোথায় নিয়ে গেলে বলো তাছাড়া আমি থানায় যাবো কথা কাটাকাটির এক পর্যায়ে রাজশাহী ক্যাডেট কলেজের ২ নং গেটের সামনে খোঁজ করার ইঙ্গিত দেন শনিবার সকালে ক্যাডেট কলেজের ২ নং গেটের সামনে হাজারি কালা টেনে ২১৮ বোতল ফেন্সিডিল সহ তার ছেলের লাশ পাওয়া যায।
পরে খবর পেয়ে পুলিশ ও সংবাদকর্মী এসে লাশ দেখে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ পাঠানো হয।
লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে পৌঁছালে তারা দাফন শেষ করে, কিন্তু তার পিতার দাবি তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে ।তার ছেলেকে যারা হত্যা করছে সঠিক তদন্ত করে তাদের বিচারের দাবী করেন।চারঘাট থানায় একটি সাধারন ইউডি করা হয়েছে,
চারঘাট থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন
ময়নাতদন্তের রিপোর্ট আমাদের কাছে এখনো পছেনি,রিপোর্ট পাওয়ার পরে আমরা জানতে পারবো কি ভাবে বাপ্পি কে হত্যা করা হয়েছে। সঠিক তদন্ত করে
হত্যার সাথে জড়িত যারাই থাকুক না কেন তাদের ধরে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

এই বিভাগের আরো খবর