শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালকান্দি ইউপিতে ১০০ পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ

জীবন বাগমারা প্রতিনিধিঃ ১/৭/২০২০ইং রোজ বুধবার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপিতে সকাল ৯টায় ৬০পরিবারের মাঝে শিশু খাদ্য হিসাবে চিনি, বিস্কুট,সাগু,সুজি ও গুড়ো দুধ এবং প্যাকেটজাত দুধ ৪০পরিবারের মাঝে বিতরণ করা হয়।

গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর সরকার বলেন, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে আজ সকাল ৯টায় গোয়ালকান্দি ইউনিয়নের ৬০পরিবারের মাঝে শিশু খাদ্য হিসাবে চিনি,বিস্কুট সাগু, সুজি ও গুড়ো দুধ বিতরণ করছি ও ৪০পরিবারের মাঝে প্যাকেটজাত গুড়ো দুধ বিতরণ করছি।
দুধকে বলা হয় সুপার ফুড বা সর্বগুণ সম্পন্ন খাবার।
এই গুড়ো দুধ শিশুদের পুষ্টি ও মেধাশক্তি বৃদ্ধিতে ভুমিকা পালন করবে।
দুধ শিশুদের সুস্থ, সবল ও নিরোগ রাখতে সহায়তা করে।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিসুর রহমান শেখ, আবেদ আলী খামারু,মোঃ মজনু সাখিদার ও মোঃ নাজমুল হক।
ইউপি সচিব আব্দুল বারিক, হিসাব সহকারী ও কাম কম্পিউটার অপারেটর শাহীন আলম ও প্রমুখ।

এই বিভাগের আরো খবর